রেলে গ্রুপ সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯২ হাজার টাকা

রেলে গ্রুপ সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯২ হাজার টাকা

নয়াদিল্লি: ভারতীয় রেলে গ্রুপ সি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। স্পোর্টস কোটার মাধ্যমে গ্রুপ সি পদের কর্মী নিয়োগ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। প্রার্থীদের পশ্চিম রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrc-wr.com-এ গিয়ে দেখতে হবে৷ রেজিস্ট্রেশন ৪ অগাস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
 

যোগ্যতা

লেভেল ২ ও লেভেল ৩ পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। লেভেল ৪ ও লেভেল ৫ পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক৷ এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই অলিম্পিক গেমস (সিনিয়র ক্যাটাগরি) অথবা বিশ্বকাপ (জুনিয়র / ইয়ুথ / সিনিয়র ক্যাটাগরি), ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (জুনিয়র / সিনিয়র ক্যাটাগরি), এশিয়ান গেমস (সিনিয়র ক্যাটাগরি), কমনওয়েলথ গেমসে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনও খেলায় অন্তত তৃতীয় স্থান অধিকারী হওয়ার প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক।
 

বয়স
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 

 

বেতন
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লেভেল ২ পদে নির্বাচিত প্রার্থীদের বেতন রাখা হয়েছে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,০০০ টাকা পর্যন্ত। লেভেল ৩ পদে নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত করা হয়েছে। লেভেল ৪ পদে নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত করা হয়েছে। লেভেল ৫ পদে নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো করা হয়েছে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত। শূন্যপদ-২১টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =