ভারতীয় সেনার ৩ বাহিনীতে কয়েকশো অফিসার নিয়োগ, পরীক্ষা দিনক্ষণ ঘোষণা

ভারতীয় সেনার ৩ বাহিনীতে কয়েকশো অফিসার নিয়োগ, পরীক্ষা দিনক্ষণ ঘোষণা

4f47044c3d3ed16d29413865fea3dde8

 

নয়াদিল্লি: আর্মি,নেভিতে ও এয়ারফোর্সে অফিসার রাঙ্কে চাকরীর জন্য ট্রেনিং দিয়ে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন৷ প্রথমে ট্রেনিং ৷ সফল হলে চাকরি৷ মহিলারা কেবলমাত্র অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (নন -টেকনিক্যাল) কোর্সের জন্য আবেদন করতে পারেন৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ান পাবলিক সার্ভিস কমিশন, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন (২), ২০২১ এর মাধ্যমে ৷ পরীক্ষা হবে ১৪ নভেম্বর৷ কলকাতায় পরীক্ষাকেন্দ্র আছে৷

এয়ারফোর্স অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা –গ্রাজুয়েট ডিগ্রি ৷ ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকা চাই ৷ ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরাও যোগ্য৷ শুধুমাত্র অবিবাহিত তরুনরা আবেদন করবেন ৷ বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ৷ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে ৷ ২৫ বছরের কমবয়সিদের অবশ্যই অবিবাহিত হতে হবে৷

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা –যে কোন শাখায় গ্রাজুয়েট ৷ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিরজন্য কেবলমাত্র অবিবাহিত তরুনরা আবেদন করবেন ৷ অফিসার্স ট্রেনি অ্যাকাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুনরা আবেদন করতে পারবেন৷ শর্ট সার্ভিস কমিশন উইমেন (নন-টেকনিক্যাল) কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা ও বিবাহ-বিছিন্নারা সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন যোগ্য৷ ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন শাখার গ্রাজুয়েট ৷ শুধুমাত্র অবিবাহিত তরুনরা আবেদন যোগ্য৷  অনলাইন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে -: www.upsconline.nic.in  প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে .আবেদন ২৪শে আগস্টের মধ্যে করতে হবে ৷  এখনও এই নিয়েগের বিশদ প্রকাশিত হয়নি৷ আগ্রহীদের সুবিধার জন্য আগাম জানানো হলো ৷ বিভিন্ন তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট : www.upsc.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *