কলকাতা: অনেক সময়েই দেখা যায় অবসরের পরেও চাকরির মেয়াদ বাড়য়ে দেওয়া হয়৷ কিন্তু সেটি আর হচ্ছে না৷ কোনও ভাবেই অবসরের পর চাকরির মেয়াদ বাড়ানো হবে না৷ বরং তুলে আনা হবে অধস্তনদের৷ এমনই সিদ্ধান্ত নিল নবান্ন৷ এক্ষেত্রে একই সঙ্গে দুটি সুবিধা মিলবে৷ প্রথমত, নতুন নিয়োগ হবে৷ দ্বিতীয়ত, বিভিন্ন পদে কর্মরতদের পদোন্নতি হবে৷
আরও পড়ুন- চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি আইডিবিআই ব্যাঙ্কের
বয়স্কদের উপর দায়িত্ব চাপানোর চেয়ে তরুণ কাঁধে দায়িত্ব অর্পনেই জোড় নবান্নে৷ সেই লক্ষ্যে কম বয়সী কর্মঠ কর্মী ও আধিকারিকদের দায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। অবসরের পরেও যে সকল আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি করে দায়িত্বে রাখা হয়েছে, তাঁদের এবার অব্যাহতি দিতে চাইছে রাজ্য। তাঁদের শূন্য স্থানে নিয়ে আসা হবে কর্তব্যরত নবীনদের৷ এই উদ্দেশ্য পূরণে নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি পদে স্থায়ীভাবে কর্মরত ও যোগ্যতাসম্পন্ন সরকারি আধিকারিক ও কর্মীকা যেন তাঁদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করেন৷
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ১৯ অগাস্ট এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। সেই সঙ্গে সরকারি কর্মীদের একটি ফর্মও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইচ্ছুক কর্মীরা তাঁদের কর্মজীবনের বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করতে পারবেন৷ আবেদনপত্রে যে সকল তথ্য দাখিল করা হবে, তার সাপেক্ষে উপযুক্ত নথিও দিতে হবে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে এই আবেদনপত্রটি জারি করা হয়েছে৷ চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এই আবেদনপত্রটি অর্থ দফতরে জমা দিতে হবে৷
প্রসঙ্গত, সরকারি প্রশাসনে মোট তিনটি স্তরে কর্মী ও আধিকারিকরা কাজ করেন। এই তিনটি ভাগ হল সচিবালয়, নির্দেশনালয় ও আঞ্চলিক বিভাগ। এক্ষেত্রে নির্দেশনালয় থেকে সচিবালয়ের কর্মী হিসেবে উন্নীত হওয়ার সুযোগ পাওয়া যাবে৷