একাধিক শূন্যপদে মেট্রো রেলে নিয়োগ, আবেদনের জন্য আর মাত্র দু’দিন সময়

একাধিক শূন্যপদে মেট্রো রেলে নিয়োগ, আবেদনের জন্য আর মাত্র দু’দিন সময়

কোচি: কোচি মেট্রো রেল লিমিটেডের অধীনে নিয়োগ শুরু হয়েছে। সম্প্রতি কোচি মেট্রো রেল লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তিতে সুপারভাইজার এবং অন্যান্য স্টাফ পদে নিয়োগের কথা প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কেএমআরএলের অফিসিয়াল ওয়েবসাইটে kochimetro.org এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন৷ অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে৷ আবেদন করার শেষ তারিখ  ২৫ অগাস্ট, ২০২১৷
 

শূন্যপদ:
মোট পদের সংখ্যা ৩৪টি৷

 

শূন্যপদের বিবরণ:
সুপারভাইজার (টার্মিনাল): আটটি পদ
ফ্লিট ম্যানেজার (অপারেশনস): একটি পদ
ফ্লিট ম্যানেজার (মেইনটেনেন্স): একটি পদ
বোট মাস্টার: আটটি পদ
অ্যাসিসট্যান্ট বোট মাস্টার: আটটি পদ
বোট অপারেটর: আটটি পদ
কেরল সরকারের নির্দেশ অনুযায়ী, বর্তমানে কোচি ওয়াটার মেট্রো লিমিটেড প্রজেক্টের তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে কেএমআরএলের ওপর। সেজন্য ওয়াটার মেট্রো লিমিটেডের প্রজেক্ট সম্পর্কিত যাবতীয় নিয়ম তৈরি এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেডকে।

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

প্রার্থীরা সরাসরি https://kochimetro.org/careers/site_media/notifications/86.pdf এই লিঙ্কে ক্লিক করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার নির্দেশিকা দেখতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া:

আবেদনকারী প্রার্থীদের ইংরেজি এবং মলয়ালম উভয় ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। সংস্থা দ্বারা নির্বাচিত শর্ট লিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য নোটিস পাঠানো হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা, প্রফিসিয়েন্সি টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ এই পদ্ধতির দ্বারা আয়োজন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =