এনআরএসে ডোম নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন

এনআরএসে ডোম নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন

কলকাতা: সম্প্রতি এনআরএসে ডোম নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা প্রকাশিত হয়েছে৷ পরীক্ষায় বসা মোট ২৮৪ জন প্রার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ৩৭। প্রথম স্থান অধিকার করেছেন হাসপাতালের অস্থায়ী ডোম। লিখিত পরীক্ষায় পাশ করা ৩৭ জনের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। আগামী ৩১ অগাস্ট ৩৭ জনের প্র্যাকটিকাল ও ইন্টারভিউয় নেওয়া হবে৷

হাসপাতাল সূত্রে খবর, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোম নিয়োগের লিখিত পরীক্ষায় ৭৭ জন চাকরি প্রার্থী দশের নীচে নম্বর পেয়েছেন ৷ পাঁচের নীচে পেয়েছেন সাত জন। এখানেই শেষ নয়, একজন আবার শূন্যও পেয়েছেন৷ লিখিত পরীক্ষায় ১৭ বা তার বেশি নম্বর পেয়েছেন যেসব প্রার্থী, কেবল তাঁদেরই পাশ বলে গণ্য করা হয়েছে। সেই অনুযায়ী লিখিত পরীক্ষায় ২৮৪ জনের মধ্যে ৩৭ জন পাশ করেছেন। যাঁরা পাশ করতে পারেননি, সেসব পরীক্ষার্থীদের মধ্যে বহু উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীও রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মাসিক ১৫ হাজার টাকা বেতনে ডোমের ৬টি শূন্যপদে চাকরির জন্য করেছিলেন প্রায় আট হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন৷ জমা পড়েছিল প্রায় ৮ হাজার। এত সংখ্যক আবেদনপত্র দেখে অবাক হাসপাতাল কর্তৃপক্ষ৷ অবাক হওয়ার এখানেই ছিল না, আবেদনপত্রগুলি উল্টে পাল্টে দেখামাত্রই হাসপাতালের কর্তৃপক্ষের চোখ কপালে ওঠে। যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ, সেখানে ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করেছিলেন এই চাকরির জন্য। সব আবেদনপত্র যাচাই করে মোট ৭৮৪ জনকে লিখিত পরীক্ষায় ডাকা হয়৷ গত ১ অগাস্ট পরীক্ষায় বসেন ২৮৪ জন। সেই পরীক্ষায় ডোমের কাজের অভিজ্ঞতাসম্পন্ন অষ্টম শ্রেণি পাশ প্রার্থীর সঙ্গে স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও ছিলেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =