কলকাতা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের আওতাধীন ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে গ্রুপ সি পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ তবে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে৷ পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদন করার শেষ তারিখ ৩১ অগস্ট, ২০২১৷
পদের নাম
মাল্টিটাস্কিং স্টাফ
শূন্যপদ
২টি৷
বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হওয়া আবশ্যক৷ পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ওপর কমপক্ষে দু’বছরের কাজ করা হতে হবে৷ বেসিক কম্পিউটার জানতে হবে৷
বেতন
প্রতি মাসে ১৫,০০০ টাকা দেওয়া হবে৷
পদের নাম
ল্যাব টেকনিশিয়ান
শূন্যপদ
একটি৷
বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারত সরকার অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমএলটি বা ডিএলটি বা ডিএমএলটি বিভাগে স্নাতক হওয়া আবশ্যক৷ পাশাপাশি বেসিক কম্পিউটার জানতে হবে৷
বেতন
প্রতি মাসে ১৮,০০০ টাকা দেওয়া হবে৷
পদের নাম
রিসার্চ অ্যাসিন্ট্যান্ট
শূন্যপদ
একটি৷
বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের জুওলজি বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সে প্রথম বিভাগে স্নাতকোত্তর হওয়া আবশ্যক৷ পাশাপাশি রিসার্চে দু’বছরের কাজ করা হতে হবে৷
বেতন
প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে৷
পদের নাম
প্রজেক্ট সায়েন্টিস্ট
শূন্যপদ
একটি৷
বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের জুওলজি বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সে প্রথম বিভাগে স্নাতকোত্তর হওয়া আবশ্যক৷ পাশাপাশি রিসার্চে চার বছরের কাজ করা হতে হবে৷ অথবা জুওলজি বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা হতে হবে৷
বেতন
প্রতি মাসে ৬০,০০০ টাকা দেওয়া হবে৷
আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা তথ্য (বয়সের প্রামণপত্র, ফোটো, সব শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট, কাজ করার সার্টিফিকেট) দিতে হবে৷ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা-১০৮, সিআর অ্যাভেনিউ, কলকাতা-৭০০০৭৩ ঠিকানায় স্পিড পোস্ট অথবা কুরিয়ার বা সরাসির ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে৷