৩০০ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ

৩০০ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ

নয়াদিল্লি: ৩০০ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করবে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড৷ ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা৷ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরির জন্য অফিসিয়াল ওয়েবসাইট newindia.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২১ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন। অক্টোবরে অনলাইনে প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। নভেম্বরে হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা৷
 

শূন্যপদ
এসসি ৪৬ 
এসটি ২২
ওবিসি ৮১
ইডব্লিউএস ৩০
ইউআর ১২১

 

বয়স 
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। তবে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে৷

শিক্ষাগত যোগ্যতা 
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে৷ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনকারীর ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়৷ এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ৫৫শতাংশ নম্বর পেলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ফাইনাল ইয়ার বা স্নাতক স্তরের শেষ সেমেস্টারে রয়েছেন যেসব প্রার্থী, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।

 

নির্বাচন প্রক্রিয়া
তিনটি ধাপে নির্বাচন করা হবে৷ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। পরে মেইন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ইন্টারভিউয়ের ডাক পাবেন প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট http://newindia.co.in এ দেখতে হবে৷   

 

বেতন 
এক্ষেত্রে বেসিক পে হবে ৩২,৭৯৫ টাকা। পাশাপাশি অন্যান্য অ্যালাওয়েন্স দেওয়া হবে৷ শহরের অফিসে কাজ করলে বাছাই করা চাকরিপ্রার্থীদের সব মিলিয়ে ৬০,০০০ টাকা বেতন দেবে কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =