নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বিভিন্ন বিভাগে ১,৬০০টির বেশি শিক্ষানবিশ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার আজই শেষ দিন৷ রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ভারতীয় রেলওয়ের নর্থ-সেন্ট্রাল বিভাগে নিয়োগ করা হবে। প্রয়াগরাজ, আগ্রা, ঝাঁসি এবং ঝাঁসি ওয়ার্কশপের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ পদে মোট ১,৬৬৪টি শূন্যপদে প্রার্থী বাছাইয়ের পর প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrcpryj.org/ গিয়ে আবেদন করতে পারবেন৷ রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২০২১-এর ২ অগস্ট থেকে। এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে আগামী ২০২১-এর ১ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আজই তার শেষ দিন৷
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের দশম ও দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম শ্রেণিতে পাশ করা প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷
নির্বাচন প্রক্রিয়া
এই পদগুলিতে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। ম্যাট্রিকুলেশনে ৫০ শতাংশ নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের শতাংশের গড় করে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফি
এই পদে আবেদনের পর প্রার্থীকে ২০০ টাকা জমা দিতে হবে। এই টাকা ফেরতযোগ্য নয়। এসসি, এসটি, পিডব্লিউডি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
বয়স
২০২১ সালের ১ সেপ্টেম্বর অনুযায়ী, প্রার্থীর বয়স কম করে ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া কিছু আইন মেনে বয়সের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের ছাড় দেওয়া হবে।
বেতন এবং স্টাইপেন্ড
নির্বাচিত প্রার্থীদের ২০% এমন থাকবে যাঁদের লেভেল ১ পদে সরাসরি নিয়োগ করা হবে। এঁদের বেতন স্কেল ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এঁদের প্রত্যেকেরই এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে৷ নির্বাচনের পর প্রার্থীরা এক বছর স্টাইপেন্ড পাবেন৷