বেঙ্গালুরু: খেলার কোটায় পুরুষ ও মহিলা প্রার্থীদের কর্নাটক পুলিশে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর সিভিল পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১০০টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কর্নাটক স্টেট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷ আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর। একজন প্রার্থী একটি পদেই আবেদন করতে পারবেন৷
যোগ্যতা
পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে৷ সাব-ইন্সপেক্টর পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
যেসব বিভাগের খেলোয়াড়রা আবেদন যোগ্য
মোট ২০টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়রা এই পদে আবেদন করতে পারবেন। টেনিস এবং ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, ভলিবল, ভারোত্তোলন, আর্চারি, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, হকি, হ্যান্ডবল, জুডো, কাবাডি, শ্যুটিং, সাঁতার, ওয়াটার স্পোর্টস- রোয়িং, কায়াকিং,কেনোয়িং,।
বয়স
পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৯ থেকে ৩১ বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি ও উপজাতির প্রার্থীদের ১৯ থেকে ৪১ বছরের মধ্যে হতে হবে। সাব-ইন্সপেক্টর সিভিল পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীর ক্ষেত্রে বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি ও উপজাতির প্রার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
দু’টি পদের জন্যই আবেদনকারী প্রার্থীকে এনডিউরেন্স টেস্ট, শারীরিক ফিটনেস পরীক্ষা ও লিখিত পরীক্ষা দিতে হবে৷
আবেদন ফি
পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি ও ওবিসির প্রার্থীদের ৪০০ টাকা দিতে হবে। ২০০ টাকা দিতে হবে এসসি, এসটি, সিএটি ক্যাটাগরির প্রার্থীদের। সাব-ইন্সপেক্টর সিভিল পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি ও ওবিসির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। ২৫০ টাকা দিতে হবে এসসি, এসটি, সিএটি ক্যাটাগরির প্রার্থীদের।