নয়াদিল্লি: প্রথমবার ভারতে কেরিয়ার ফেয়ার করতে চলেছে অ্যামাজন৷ দেশের করোনা পরিস্থিতির কথা ভেবেই আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২১-এ অ্যামাজন কেরিয়ার ডে নামে ভার্চুয়াল কেরিয়ার ফেয়ারের আয়োজন করতে চলেছে অ্যামাজন। যার মাধ্যমে প্রচুর প্রার্থীকে কর্পোরেট, টেক এবং বিভিন্ন অপারেশন রোলে অ্যামাজন নিয়োগ করবে বলে জানা গিয়েছে। ভারতের যে কোনও প্রান্তের যে কোনও ধরনের প্রার্থীরা একেবারে বিনামূল্যে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। এমনকি অ্যামাজন রিক্রুটারদের দ্বারা প্রযোজিত প্রায় ২০,০০০ পার্সোনালাইজড কেরিয়ার-কোচিং সেশন করার সুযোগও পাবেন।
বায়োডাটা তৈরি, নিজের উপযুক্ত চাকরি খোঁজা বা ইন্টারভিউয়ের মতো নানান গুরুত্বপূর্ণ বিষয়ে অংশ গ্রহণকারীদের সঙ্গে আলোচনা করা হবে। অ্যাজনের সিইও অ্যান্ডি জেসির কাছ থেকেও সরাসরি বিভিন্ন ধরনের টিপস পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি, বিশ্বব্যাপী কনজিউমার ডেভ ক্লার্ক, নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলিং অথর ডেভিড এপস্টাইন এবং কার্লা হ্যারিসের মতো ব্যক্তিত্বরা। আগামী মাসের মধ্যেই প্রায় ৫৫,০০০ প্রার্থীকে চাকরি দেবে অ্যামাজন। সেজন্যই প্রস্তুতি নিতে চলতি মাসের ১৬ তারিখ এই ভার্চুয়াল কেরিয়ার ফেয়ার আয়োজিত হতে চলেছে অ্যামাজনের তরফে৷
আগামী ২০২৫ সালের মধ্যে প্রায় ২০ লক্ষ প্রার্থী রিক্রুট করার লক্ষ্যমাত্রা রয়েছে অ্যামাজনের। এই মুহূর্তে ভারতে প্রায় ৮০০০ কর্মী অ্যামাজনের হয়ে সরাসরি কাজ করছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, কলকাতা, নয়ডা, অমৃতসর, আহমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাতুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা, পুণে এবং সুরাতের মতো প্রায় ৩৫টি বড় বড় শহরে অ্যামাজন সরাসরি কর্মী নিয়োগ করেছে। ভারত ছাড়াও প্রথমবার অ্যামাজনের কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, ইউকে এবং কানাডাতে। তবে ইউএসতে এই নিয়ে তৃতীয়বার অ্যামাজন কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে৷