রায়পুর: ৫৯৫টি শূন্যপদে রাজ্যে উচ্চশিক্ষা বিভাগে প্রফেসর নিয়োগ করতে চলেছে ছত্তিসগঢ় পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা৷ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর, ২০২১ থেকে।১২ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্রে কোনও ভুল তথ্য দিয়ে থাকলে, কোনও কিছু পরিবর্তন করতে হলে ত্রুটি শুধরে নেওয়ার জন্য বাড়তি সময় পাওয়া যাবে ১৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত৷
আবেদনের যোগ্যতা:
প্রফেসর পদে আবেদনের জন্য ন্যূনতম পিএইচডি যোগ্যতা থাকা বাধ্যতামূলক। সঙ্গে রিসার্চ ফিল্ডে কাজ করার রেকর্ড। এছাড়াও আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
আবেদনের জন্য জানুয়ারি ১, ২০২১ অনুযায়ী প্রার্থীর ন্যূনতম বয়স ৩১ বছর হতে হবে। পুরুষ প্রার্থীরা (কোনও সংরক্ষিত ক্যাটাগরি ছাড়া) ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এসসি, এসটি, ওবিসি ও প্রতিবন্ধী পুরুষ প্রার্থীরা ৫০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন৷ সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৬০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনও মহিলা বিধবা হলে তিনি জেনারেল ক্যাটাগরির হওয়া সত্ত্বেও ৬০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাছাই প্রক্রিয়া:
আবেদনপত্রের সংখ্যা ও প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য একটি প্রার্থী তালিকা তৈরি করবে কমিশন। তার পর স্ক্রিনিংয়ের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে, যা কমিশনই ঠিক করবে। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে, তা সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন ফি:
আবেদনের জন্য অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বা ছত্তিসগঢ়ের বাইরের প্রার্থীদের ৪০০ টাকা করে দিতে হবে। ছত্তিসগঢ়ের বাসিন্দা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৩০০ টাকা করে। আবেদনপত্রে ভুল পরে ঠিক করতে গেলে ১০০ টাকা করে দিতে হবে৷