কলকাতা: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে প্রচুর পদে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয়েছে। নিয়োগের ক্ষেত্রে এখন আপাতত তিন বছরের চুক্তি করা হবে। তবে কর্মীদের কাজের দক্ষতার ওপর বাড়তে পারে চুক্তির মেয়াদ। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চাকরিতে আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, সার্ভেয়ার, ব্লাস্টিং অফিসার, ওভারম্যান, অফিস এক্জিকিউটিভ সহ ৬৬ জনকে নিয়োগ করবে কর্পোরেশন। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হলেও
শূন্যপদের বিবরণ
মাইনস ম্যানেজার – একটি
সেফটি অফিসার – দু’টি
অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার– ৩২
ওয়েলফেয়ার অফিসার– তিনটি
সার্ভেয়ার– চারটি
ব্লাস্টিং অফিসার – দু’টি
ওভারম্যান – ২১
অফিস এক্জিকিউটিভ– একটি
শিক্ষাগত যোগ্যতা
উক্ত পদগুলির এক একটির জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের আলাদা ডিগ্রির প্রয়োজন রয়েছে৷ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের।এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে৷
আবেদন পদ্ধতি
নির্দিষ্ট যোগ্যাতা থাকলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত হতে পারেন চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউয়ের সময় সঙ্গে যোগ্যতার শংসাপত্রের পাশাপাশি সব নথি যেমন কাস্ট, বয়স ছাড়াও অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে অফিসে জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।
ইন্টারভিউয়ের সময়, স্থান ও দিন
আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। যেতে হবে বিদ্যুৎ উন্নয়ন ভবন- কর্পোরেট অফিস-ডব্লিউবিপিডিসিএল, ব্লক-এলএ, প্লট নং-৩/সি, সেক্টর-১১১, বিধাননগর, কলকাতা-৭০০১০৬৷ বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল সাইট https://wbpdcl.co.in-এ গিযে দেখতে হবে।