ব্যাঙ্কে ১৩০ অফিসার নিয়োগ

ব্যাঙ্কে ১৩০ অফিসার নিয়োগ

মুম্বই:  মহারাষ্ট্র ব্যাঙ্ক অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার ও আই.টি. সার্পোট অ্যাডমিনিষ্ট্রেটর পদে ১৩০ জন লোক নিচ্ছে ৷ কারা কোন পদের যোগ্য — অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার– অ্যাগ্রিকালচার,হার্টিকালচার,অ্যানিম্যাল হাজবেন্ড্রি,ভেটেরিনারি, সায়েন্স,ডেয়ারি সায়েন্স, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, পিসিকালচার বা, অ্যাগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, অ্যাগ্রো ফরেষ্ট্রি,  ফরেষ্ট্রি, অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি, ফুড সায়েন্স, অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সেরিকালচারের গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্ত ৬০%(তপসিলি, ও.বি.সি. হলে ৫৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য ৷

ওপরের ঐ সব শাখায় পোস্ট- গ্রাজুয়েটরাও সাধারনভাবে পাশ করে থাকলে ও যোগ্য ৷ বয়স ২০-৩০ এর মধ্যে ৷ পে স্কেল-1. শূন্যপদ-১০০টি ৷ (জেনা-৪১, ই.ডব্ল.এস ১০, ও.বি.সি.২৭, তপ-জাতি- ১৫, তপ-উপ-জাতি-৭, এর মধ্যে প্রতিবন্ধী ৮টি ৷ আই. টি.সাপোর্ট অ্যাডমিনিষ্ট্রেটর– কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স ,ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিয়েশন ইঞ্জিনিয়ারংয়ে ড্রিগ্রি কোর্স পাশরা পাশরা যোগ্য ৷ এম.সি.এ.কোর্স পাশরাও যোগ্য ৷সব ক্ষেএে মোট ৫৫% (তপসিলি, ওবি.সি,ও প্রতীবন্ধী হলে ৫০ শতাংশ নম্বর থাকে যোগ্য ৷  বয়স  ২০ থেকে ৩০ ৷ শুরুতে ২ বছরের প্রবেশন ৷ পে- স্কেল- 1 শূন্যপদ–৩০ টি ৷ (জেনা-১৩, ই.ডব্ল. এস- ৩, ও.বি.সি ৮, তপ-জাতি- ৪, তপসিলি-উপ ২)৷ বয়স হতে হবে ৩১-৩-২০২১ এর হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে ৷ তপসিলি -৫,ও.বি.সি. ৩,বছর ও প্রতিবন্ধীরা ও সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন ৷ মুল মাইনে –৩৬,০০০-৬৩,৮৪০ ৷টাকা ৷ এই পদের বিজ্ঞপ্তি নং– AXI/ST/RP/Specialist Officerin Scale 1&11/2021-22 dated 30.08.2021.

প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে ৷ দরখাস্ত করবেন অনলাইনে ১৯ সেপ্টেম্বরের মধ্যে, এই ওয়েবসাইটে : www.bankofmaharashtra.in এইজন্য বৈধ্য একটি ই.মেল.আই.ডি থাকতে হবে ৷ এছাড়া পাশফোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন ৷ প্রথমে ঐ ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিষ্ট্রেশান হয়ে যাবে ৷ তারপর ফি বাবদ ১,১৮০ (তপসিলি হলে ১১৮, প্রতিবন্ধীদের ফি লাগবে না) টাকা ৷ টাকা অনলাইনে জমা দেবেন৷তারপর সিস্ট্রেম জেনারেটে়ড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ৷ আরে বিস্তারিত তথ্য পাবেন ঐ ওয়েবসাইটে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 12 =