দেশের ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেবে রেল

দেশের ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেবে রেল

নয়াদিল্লি: যুব প্রজন্মের জন্য রেলের তরফে বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রেলের তরফে সেই সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে৷ এবার রেল কৌশল বিকাশ যোজনা নামক কর্মসূচির আওতায় দেশজুড়ে ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমৃত মহোৎসব নামক কর্মসূচির অধীনে এই যোজনা উদ্বোধন করেন৷ এরপর তিনি জানান, ১৯ থেকে ৩৫ বছর বয়সিরা মোট ১০০ ঘন্টার এই প্রশিক্ষণ নিতে পারবেন। রেলের ৭৫ টি ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বাংলার ৯টি প্রতিষ্ঠানে রাজ্যের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন৷ প্রাথমিক ভাবে ১০০০ জন এই প্রশিক্ষণ নিতে পারবেন৷ তবে এর মাধ্যমে শুধু পথচলা শুরু হবে। তিন বছরে এই সংখ্যাটা ধাপে ধাপে বাড়বে এবং মোট ৫০ হাজার অংশগ্রহণকারীকে স্কিল ট্রেনিং দেওয়া হবে। বেনারস লোকোমোটিভ ওয়ার্কসের তরফে তৈরি করা সিলেবাসে এই প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারীদের কারিগরি শিক্ষা দেওয়া হবে৷ প্রশিক্ষণ শেষ করার পর ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউট অংশগ্রহণকারীদের একটি শংসাপত্র দেবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *