কলকাতা: মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ৩৬জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে৷ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৭ অক্টোবরের মধ্যে অফিসিয়াল সাইটে আবেদন করতে হবে৷
শূন্যপদ
সব মিলিয়ে ৩৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধীনে হবে এই নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়াও ডিপিএইচ/ এমডি (কমিউনিটি মেডিসিন)/ এমডি (পিএসএম) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন৷ তবে পাবলিক হেলথে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
আবেদন পদ্ধতি
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে নিজের যাবতীয় শংসাপত্রের নথি ও কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন স্লিপ রাখতে হবে নিজের কাছে। চাকরির বিষয়ে যাবতীয় খবর অফিসিয়াল সাইটেই পাওয়া যাবে৷
বয়স
ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩৭ বছরের ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন।তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি/এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর শিথিল করা হয়েছে। একইভাবে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩ বছর শিথিল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ গিয়ে দেখতে হবে৷