নয়াদিল্লি: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য সম্প্রতি সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এসইসিএলের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে৷ মাইনিং এবং মাইন সার্ভেয়িং বিভাগে গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। প্রার্থীদের এক বছরের চুক্তির ভিত্তিতে প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
শূন্যপদ
মোট ৪৫০টি পদ রয়েছে৷ এর মধ্যে ৩১০টি পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং বাকি পদ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
সরকার স্বীকৃত ইন্সটিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী অথবা মাইন সার্ভেয়িং ডিপ্লোমা করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। উক্ত ডিগ্রি ছাড়াও সমতুল যোগ্যতা থাকা প্রার্থীরা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের সরকার স্বীকৃত ইন্সটিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিং ডিপ্লোমায় ৩ বছরের ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
বিশেষ ঘোষণা
অ্যাপ্রেন্টিস পোর্টালের www.mhrdnats.gov. in এ গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রেরিত আবেদনপত্র মেইল/ পোস্ট বা অন্য কোনও মাধ্যমেই গ্রহণ করা হবে না।