গুয়াহাটি: শিক্ষক পদে প্রচুর শূন্যপদ৷ সেখানে নিয়োগের জন্য সম্প্রতি অসমের ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে৷ এই বিষয়ে বিস্তারিত জানতে ডিইই-র অফিসিয়াল ওয়েবসাইট dee.assam.gov.in এ গিয়ে দেখতে হবে৷ ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ডিইই-র অফিসিয়াল ওয়েবসাইট dee.assam.gov.in এ আবেদনপত্র পাওয়া যাবে৷ এছাড়া https://dee.assam.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন করা যেতে পারে৷
শূন্যপদ
মোট ৯,৩৫৪টি পদ রয়েছে৷
শূন্যপদের বিবরণ
নিম্ন প্রাথমিক বিদ্যালয়- ৭২৪২টি
উচ্চতর বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার- ২১১২টি
এছাড়াও সায়েন্স টিচার, অহমিয়া ভাষার শিক্ষক, মণিপুরি ভাষার শিক্ষক ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
অসম টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এ বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় আবেদন করা প্রার্থী পরবর্তীতে পাশ করবেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। অক্টোবর মাসের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশেষ ঘোষণা
প্রার্থীদের উদ্দেশে কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের জমা দেওয়া আবেদনপত্র ও নথিপত্র ভারত সরকারের বিভিন্ন আধুনিক টেকনোলজি যথা DigiLocker-এর মাধ্যমে যাচাই করা হবে। আপলোড করা নতির বারকোড বা QR কোড স্ক্যান করে প্রদত্ত সার্টিফিকেটের সত্যতাও যাচাই করা হবে৷ এছাড়াও প্রার্থীদের উপস্থিতি মূলক নিরীক্ষণ করতে কর্তৃপক্ষ আগে থেকে যথাযথ নোটিশ দেবে৷