নয়াদিল্লি: প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্তীদের দেখতে হবে৷ আজ অর্থাৎ ৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে৷ আবেদন করার শেষ দিন আগামী ২৫ অক্টোবর, ২০২১৷ অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাবেন প্রার্থীরা।
শূন্যপদের সংখ্যা
মোট ২,০৫৬টি শূন্যপদ পদ রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক৷ প্রার্থীরা স্নাতক স্তরের শেষ বর্ষের পড়ুয়া হলেও আবেদন করতে পারবেন। তবে তাঁদের ইন্টারভিউয়ের সময় স্নাতক উত্তীর্ণ হওয়ার (৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের পূর্বে) সার্টিফিকেট দেখাতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট ও কস্ট অ্যাকাউটেন্টরাও আবেদন করতে পারেন।
বয়স
১ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী, প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
সম্ভাব্য পরীক্ষার তারিখ
প্রথম পর্বের পরীক্ষা বা অনলাইন প্রিলিমিনারি টেস্ট নভেম্বর/ ডিসেম্বর মাসে হওয়ার কথা। এই পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে৷ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে অনলাইনে মেইন পরীক্ষাও হতে পারে। মেইন পরীক্ষার ফল জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত হবে। গ্রুপ ডিসকাশন/ ইন্টারভিউ ফেব্রুয়ারি, ২০২২ এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে৷ এর ফল বেরবে ২০২২-এর ফ্রেব্রুয়ারি/ মার্চ মাসে।