মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরির সুযোগ, নিয়োগ করছেল India Post

মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরির সুযোগ, নিয়োগ করছেল India Post

নয়াদিল্লি:  মাধ্যমিক পাশেই সরকারি চাকরির বড় সুযোগ৷ দশম ও দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ৷ চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিস, ইউপি সার্কেল, লখনউ ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২১ পর্যন্ত নিয়োগ পত্রিকায় এমটিএস, পোস্টম্যান এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সার্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ 

আরও পড়ুন- পুজোর আগে সুখবর! ৭৮ দিনের ‘দীপাবলি’ বোনাস পাবেন কেন্দ্রীয় সরকারের এই কর্মচারীরা

ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন indiapost.gov.in ওয়েবসাইটে৷ সেখানেই প্রার্থীদের আবেদনের যোগ্যতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, ক্রীড়া যোগ্যতা, আবেদন ফি, নির্বাচনের পদ্ধতি ও অন্যান্য নির্দেশাবলী সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে৷ মোট ১২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ 

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ এমটিএস পদের জন্য আবেদন করতে পারবেন দশম পাশ প্রার্থীরা৷ অন্যান্য পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে৷ ৫ নভেম্বরের মধ্যে অফলাইনে আবেদন জানানতে হবে৷ স্পোটর্স কোটায় এই নিয়োগ হবে৷ চিঠি পাঠানোর ঠিকানা- 
 সহকারী পরিচালক (নিয়োগ),
 চিফ পোস্ট মাস্টার জেনারেল, 
উত্তরপ্রদেশ সার্কেল, লখনউ,
২২৬০০১

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *