নয়াদিল্লি: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য সম্প্রতি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ গিয়ে দেখতে হবে৷ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১ অক্টোবর থেকে। প্রার্থীরা আগামী ১০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন৷ অফিসিয়াল সাইটেই আবেদনপত্র পাওয়া যাচ্ছে।
শূন্যপদ
মোট ২২২৬টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি বা সমতুল ডিগ্রি প্রাপ্ত হতে হবে৷ পরীক্ষায় ৫০% নম্বর-সহ উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের এনসিভিটি বা এসসিভিটি থেকে ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি
দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের নির্দিষ্ট সময়ে ডেকে পাঠানো হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না৷ অনলাইনেও টাকা দেওয়া যাবে।
বয়স
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে৷