নয়াদিল্লি: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে৷ অনলাইনে ৭ নভেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে৷ আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ৭ নভেম্বর, ২০২১। নিয়োগ পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি।
শূন্যপদ
২৫৪ টি
শূন্যপদের বিবরণ
প্রিন্সিপাল ম্যানেজার- একটি
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- ১৫ টি
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ৩ টি
ডেপুটি ম্যানেজার- ৬ টি
ফুড অ্যানালিস্ট- ৪ টি
আইটি অ্যাসিস্ট্যান্ট- ৩ টি
টেকনিক্যাল অফিসার- ১২৫ টি
সেন্ট্রাল ফুড সেফটি অফিসার- ৩৭ টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)- ৪ টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৪ টি
অ্যাসিস্ট্যান্ট- ৩৩ টি
হিন্দি অনুবাদক- ১ টি
পার্সোনাল অ্যাসিস্ট্য়ান্ট- ১৯ টি
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। নিজস্ব সরকারি ওয়েবসাইট https://fssai.gov.in-এ এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://fssai.gov.in –এ গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে গেলে একটি নোটিফিকেশন আসবে। এখানে আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদে জানা যাবে। পাওয়া যাবে আবেদনের লিঙ্কও। বিজ্ঞপ্তির নির্দেশিকা মেনে ওই অ্যাপ ফর্ম পূরণ করতে হবে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লুএস শ্রেণির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৫০০ টাকা দিতে হবে। এসটি, এসটি, শারীরিকভাবে অক্ষম ও মহিলাদের আবেদন ফি ৫০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।