ন্যাশনাল হেলথ মিশনে প্রচুর নিয়োগ

ন্যাশনাল হেলথ মিশনে প্রচুর নিয়োগ

নয়াদিল্লি: প্রায় সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ করতে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল হেলথ মিশন, অন্ধ্রপ্রদেশ। আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন গ্রহণের শেষ দিন আগামী ৬ নভেম্বর, ২০২১। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১০ নভেম্বর একটি প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে৷ আর আগামী ১৫ নভেম্বর প্রকাশিত হবে ফাইনাল মেরিট লিস্ট৷
 

শূন্যপদ
মোট ৩৩৯৩টি পদে মিড লেভেল হেলথ প্রোভাইডার নিয়োগ করা হবে৷ 

 

শূন্যপদের বিবরণ
শ্রীকাকুলাম, ভিজিয়ানাগারম ও বিশাখাপত্তনম- ৬৩৩ টি 
ইস্ট গোদাবরী, ওয়েস্ট গোদাবরী ও কৃষ্ণা- ১০০৩ টি  শূন্য পদ রয়েছে 
গুণ্টুর, প্রকাশম, নেল্লোর- ৭৮৬টি 
চিত্তোর, কাডাপা, অনন্তপুর এবং কুরনুল- বাকিটা

 

শিক্ষাগত যোগ্যতা
অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলে রেজিস্টার করা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং, কমিউনিটি হেলথে সার্টিফিকেট প্রোগ্রাম, বিএসসি (এন) ডিগ্রি থাকলে উক্ত পদে আবেদন করা যাবে। বিএসসি নার্সিং কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ 

 

বয়স
আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। 

 

বিশেষ ঘোষণা 
উক্ত পদে নিযুক্তদের চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ করা হবে৷ পরবর্তীতে কাজের দক্ষতার ওপর ভিত্তি করে চুক্তি বাড়ানো হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে কর্তৃপক্ষের ওপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =