ভুবনেশ্বর: স্কুল এবং মাস এডুকেশন বিভাগের অধীনে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে নিয়োগের জন্য ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ এই বিষয়ে বিস্তারিত জানতে ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট opsc.gov.in এ গিয়ে দেখতে হবে৷ ৮ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
শূন্যপদের সংখ্যা
৩৩৫টি শূন্যপদ পদ রয়েছে। প্রার্থীদের মূলত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে, নোটিশে প্রদত্ত বিবরণ অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর নিজেদের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখা ভালো৷
আবেদন ফি
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি
কেরিয়ার অ্যাসেসমেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে।