নয়াদিল্লি: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যান্য পদে নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এ গিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১১ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে৷ ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
শূন্যপদ
৬৪টি শূন্যপদ রয়েছে৷
শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: ৩৩টি পদ
মেডিক্যাল অফিসার: ৮টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স এস্টেটস অফিসার: ৬টি পদ
সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১৬টি পদ
আবেদন ফি
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের ২৫ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীদের বাড়ির কাছে কোনও এসবিআই শাখায় গিয়ে ক্যাশ অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে৷ এছাড়াও ভিসা/ মাস্টার কার্ড/ ডেবিট কার্ড ইত্যাদিও আবেদন ফি জমা দেওয়ার কাজে ব্যবহার করতে পারেন প্রার্থীরা৷ তবে তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।