দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে নিয়োগ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে নিয়োগ

নয়াদিল্লি: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভারতী কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভারতী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট bharaticollege.du.ac.in গিয়ে দেখতে হবে প্রার্থীদের৷ ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে৷ ভারতী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
 

শূন্যপদের সংখ্যা
মোট ১১টি শূন্যপদ রয়েছে৷

 

শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ
কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট: ১টি পদ
লাইব্রেরি অ্যাটেনডেন্ট: ১টি পদ
লাইব্রেরিয়ান: ১টি পদ
ডিরেক্টর, ফিজিক্যাল এডুকেশন: ১টি পদ
ওএমএসপি (ইনস্ট্রাকটর): ১টি পদ
তবলা অ্যাকোম্পানিস্ট: ১টি পদ

 

শিক্ষাগত যোগ্যতা
উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদনের যোগ্যতা, বয়স, বেতন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে https://www.bharaticollege.du.ac.in/bc/du/non-teaching-recruitment-2021 এই লিঙ্কটিতে গিয়ে খোঁজ নিতে হবে৷

 

আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে৷  তফসিলি জাতি, উপজাতি শ্রেণির প্রার্থীদের ২৫০ টাকা করে  আবেদন ফি দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

 

নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *