কলকাতা পোর্ট ট্রাস্টে নিয়োগ

কলকাতা পোর্ট ট্রাস্টে নিয়োগ

কলকাতা: এইচআর অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট৷ আগামী ২৪ নভেম্বর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের অধীনে এই নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট careers.kds@kolkataporttrust.gov.in এ সিভি পাঠাতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক হতে হবে।পাশাপাশি এমবিএ (এইচআর) পোস্ট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে৷ আইনের ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি https://www.kolkataporttrust.gov.in-এ গিয়ে দেখতে হবে৷

 

প্রার্থী বাছাই
উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার প্রামাণ্য নথি সহ  KoPT Guest House at 93, Chowringhee Road (Near Exide More), Kolkata – 700020-এ ২৭ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ইন্টারভিউয়ের সময়  https://www.kolkataporttrust.gov.in-এ আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

 

অভিজ্ঞতা 
General Administration, Personnel & Industrial Relations, Human Resource Management-এ তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে Industrial / Commercial / Govt. undertaking-এ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকলেও তা যোগ্যতার মধ্যে প্রাধান্য পাবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *