নাবিক হতে চান, শীঘ্র আবেদন করুন! বেতন প্রায় ৫০ হাজার টাকা

নাবিক হতে চান, শীঘ্র আবেদন করুন! বেতন প্রায় ৫০ হাজার টাকা

নয়াদিল্লি: স্পোর্টস কোটায় নাবিক পদে নিয়োগের জন্য ভারতীয় নৌবাহিনীর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in গিয়ে দেখতে হবে৷ অনলাইনে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তবে নর্থ ইস্ট, জম্মু এবং কাশ্মীর, আন্দামান এবং নিকোবর, লক্ষদ্বীপ, ও মিনিকয়ের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে৷ ১ জানুয়ারি পর্যন্ত সেখানার অধিবাসীরা আবেদন করতে পারবেন৷ প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 
 

শিক্ষাগত যোগ্যতা
ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুট পদে আবেদনের জন্য যে কোনও স্ট্রিমে দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারেন। বেতন কমবেশি ৫০ হাজার টাকার কাছাকাছি

 

বয়স
কোর্স শুরু হওয়ার তারিখ অনুযায়ী, ১৭ থেকে ২২ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য৷ শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য বিষয়ে জানতে https://www.joinindiannavy.gov.in/files/Detailed_Guidelines_for_Sports_Quota_Entry.pdf এই লিঙ্কটিতে গিয়ে দেখতে পারেন।

 

নির্বাচন প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের মনোনীত নৌ-কেন্দ্রগুলিতে ট্রায়ালের জন্য উপস্থিত হতে বলা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মুম্বাইয়ে মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে। অফার লেটার শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের কাছে পাঠানো হবে, যা বিশেষ ক্রীড়া শৃঙ্খলা এবং শূন্যপদের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করবে৷

 

বিশেষ ঘোষণা
আন্তর্জাতিক/জুনিয়র বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ/সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ/অল ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্স, অ্যাকুয়াটিক্স, বাস্কেট-বল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, শৈল্পিক জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, হকি, কাবাডি, ভলিবলে অংশগ্রহণকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *