জুনিয়র ইঞ্জিনিয়ার ও জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ

জুনিয়র ইঞ্জিনিয়ার ও জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ

কলকাতা: বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড৷ জুনিয়র ইঞ্জিনিয়ার ও জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ কররে এই সংস্থা। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ এই দু’টি পদের জন্য আবেদন জমা করতে হলে ডব্লিউবিএসইটিসিএলের সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। বুধবার, ১৫ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে৷ আবেদন জমা করার জন্য সংস্থার সরকারি ওয়েবসাইট wbsetcl.in-এ গিয়ে দেখতে হবে৷
 

শূন্যপদের সংখ্যা
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪১৪ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে৷

 

শূন্যপদের বিবরণ
জুনিয়র এগজিকিউটিভ (স্টোর)-১৪ জন
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-৪০০ জন

 

শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র এগজিকিউটিভ (স্টোর) পদে আবেদন করতে হলে প্রার্থীদের কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের ডিগ্রি থাকতে হবে৷ এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি  অথবা ডিপ্লোমা থাকতে হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) গ্রেড II পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হতে হবে।

 

বয়স
আবেদনকারী প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে৷ ূ৯৮ূ-জহ৯ূদূ৮দ৬৭৫ূ৯

 

নির্বাচন প্রক্রিয়া
অনলাইন পরীক্ষা ও ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। যা কলকাতাতেই হবে৷ এছাড়াও সংস্থার প্রার্থীদের শারীরিক পরীক্ষাও করা হবে। 

 

আবেদন ফি
জুনিয়র এগজিকিউটিভ পদের জন্য প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদের জন্য প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *