কলকাতা: করোনা আবহে সোমবার থেকে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ৷ তবে বলা হয়েছিল, স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৯ জানুয়ারি নির্ধারিত দিনেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) নেবে কলেজ সার্ভিস কমিশন৷ কিন্তু কোভিড আবহে পরীক্ষা স্থগিত করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি পাঠাল সরকারি কলেজ শিক্ষক সংগঠন৷
আরও পড়ুন- কলেজে নয়, এবার থেকে কলেজে শিক্ষাকর্মী নিয়োগ করবে কমিশন
আগামী ৯ জানুয়ারি রবিবার সেট পরীক্ষা আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে সরকারি কলেজ টিচার্স ইউনিয়নের পক্ষ থেকে। সূত্রের খবর, পরীক্ষা স্থগিত করা হলে ১৫ জানুয়ারির পর তা নেওয়া হবে। অধ্যাপক সংগঠনের দাবি, একাধিক পুলিশকর্তা, কলেজ সার্ভিস কমিশনের স্টাফ করোনা আক্রান্ত৷ এই পরিস্থিতিতে পরীক্ষা আপাতত স্থগিত করা হোক। তবে, সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
গত বছর ‘অ্যাক্রিডিটেশন’-এর কারণে সেট পরীক্ষা নেওয়া হয়নি। দু’বছর পর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যাও এবছর অনেকটাই বেড়েছে৷ প্রায় ৯০ হাজার পরীক্ষার্থী এ বছর সেট পরীক্ষায় বসতে চলেছেন৷ কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এ বছর প্রায় ২০০টি পরীক্ষা কেন্দ্রে সেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মাত্র ৮০টি কেন্দ্রে সেট পরীক্ষা সম্পন্ন করত কলেজ সার্ভিস কমিশন। সোমবার থেকে রাজ্যজুড়ে কড়া কোভিড বিধি লাগু হওয়ার পর থেকেই পরীক্ষা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে। এরপর কলেজ সার্ভিস কমিশনের ঘোষণায় সেই চিন্তা ঘুঁচেছিল। তবে আরও একবার নতুন করো দোটানায় পড়ল সেট৷