করোনা আবহে SET পরীক্ষা নিচ্ছে কমিশন, গুচ্ছ নির্দেশিকার সঙ্গে থাকছে বিশেষ ব্যবস্থা

করোনা আবহে SET পরীক্ষা নিচ্ছে কমিশন, গুচ্ছ নির্দেশিকার সঙ্গে থাকছে বিশেষ ব্যবস্থা

কলকাতা:  আগামী ৯ জানুয়ারি রবিবার স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন৷ এটি অধ্যাপকের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা৷  পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের উদ্দেশে গুচ্ছ নির্দেশিকা জারি করল কমিশন৷ 

আরও পড়ুন- সরকারের ‘দুনীতির’ বিরুদ্ধে লড়াইয়ের ডাক, ঐক্যবদ্ধ হতে গণকনভেনশন

সেই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরীক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি যাঁরা পরীক্ষার হলে গার্ড দেবেন তাঁদের সকলকেই মাস্কেক পাশাপাশি গ্লাভস, মাস্ক পরে আসার কথা বলা হয়েছে। আইসোলেশন রুমে থাকা গার্ডদের পিপিই কিট পড়ে থাকার কথাও বলা হয়েছে। আইসোলেশন রুমের পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা খামে ভরতে হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য করনার কথা মাথায় রেখে এইবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা  বাড়ানো হয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে  প্রথমপত্রের পরীক্ষা হবে সকাল সাড়ে ১০ টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সকাল ন’টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। 

গত বছর ‘অ্যাক্রিডিটেশন’-এর কারণে সেট পরীক্ষা নেওয়া হয়নি। দু’বছর পর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যাও এবছর অনেকটাই বেড়েছে৷ প্রায় ৯০ হাজার পরীক্ষার্থী এ বছর সেট পরীক্ষায় বসতে চলেছেন৷ কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এ বছর প্রায় ২০০টি পরীক্ষা কেন্দ্রে সেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মাত্র ৮০টি কেন্দ্রে সেট পরীক্ষা সম্পন্ন করত কলেজ সার্ভিস কমিশন। 

করোনা আবহে সেট পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি পাঠিয়েছিল সরকারি কলেজ শিক্ষক সংগঠন৷ ১৫ জানুয়ারির পর পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল৷ তবে সেই আর্জি খারিজ করে আগামী কালই সেট পরীক্ষা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =