‘অবিলম্বে নিয়োগ দিন, না হলে স্বেচ্ছামৃত্যু’, পর্ষদের বাইরে তীব্র আন্দোলন SSC প্রার্থীদের

‘অবিলম্বে নিয়োগ দিন, না হলে স্বেচ্ছামৃত্যু’, পর্ষদের বাইরে তীব্র আন্দোলন SSC প্রার্থীদের

e80577ffef64dcf005c06595c29721d0

কলকাতা:  নিয়োগের দাবিতে আরও তীব্র হচ্ছে প্রতিবাদের সুর৷ ‘অবিলম্বে নিয়োগ করা হোক৷ না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক’৷ বৃহস্পতিবার দুপুর থেকে এই দাবি তুলে সোচ্চার হয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ 

আরও পড়ুন- BIG BREAKING: প্রাইমারি TET-এর ফল প্রকাশ, সফল প্রায় ১০ হাজার

আট বছর পেরিয়ে গিয়েছে৷ অথচ এখনও নিয়োগ পাননি তাঁরা ৷ প্রতিবাদে আন্দোলনের পথে নেমেছে ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে চলছে তাঁদের আন্দোলন৷ কারও কোলে সন্তান, কারও হাতে পোস্টার৷ তাঁরা সকলেই টেট উত্তীর্ণ৷ রয়েছে ডিএলএড-এর ডিগ্রি৷ তার পরেও চাকরি পাননি৷ তাঁদের বক্তব্য, বারবার সরকারের দ্বারস্থ হয়েও সমস্যা মেটেনি। সরকারি প্রতিশ্রুতির পরেও চাকরি হয়নি৷ এমতাবস্থায় তাঁরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও দাবি করা হয়েছে।  

প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ পর্ষদের সভাপতির দাবি, যাঁরা যোগ্য তাঁরা সকলেই চাকরি পেয়েছেন৷ ১৬৫০০ শূন্য পদে নিয়োগ হয়েছে৷ ৭৩৮ পদে নিয়োগ হয়নি৷ অন্যদিকে চাকরি প্রার্থীদের দাবি, ২০১৪ সালে ২০ হাজার ছেলেমেয়ে টেট পাশ করেছিলেন৷ তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল৷ কিন্তু মানিক ভট্টাচার্য মানছেন না৷ মানিকবাবুক বক্তব্য, টেট পাশ সকলকেই চাকরি দেওয়া হবে, এমন কথা সরকার বলেনি৷ মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে৷ যাঁরা উপযুক্ত তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন৷ ভবিষ্যতে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তখন যোগ্যরা আবেদন করবেন৷ মেধার ভিত্তিতে নিয়োগ হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *