কলকাতা: ডিভিশন বেঞ্চেও মিললো না স্বস্তি৷ ফাঁপড়ে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা৷ আদালতের নির্দেশ, মুখ বন্ধ খামে জমা দিতে হবে অস্থাবর সম্পত্তির হিসেব নিকেষ।
আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, নিশানায় সরকার! বিধানসভার বাইরেও ধুন্ধুমার
এর আগেই এসএসসি নবম-দশম নিয়োগ মামলায় প্রাক্তন আহ্বায়ককে সম্পত্তির নথি পেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বা একক বেঞ্চ৷ তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি হলফনামা আকারে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এসএলএসটি গণিত বিভাগের নবম এবং দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলার সময় এই নির্দেশ দেয় আদালত৷ নবম-দশম শ্রেণীর বেয়াইনি শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সম্পত্তির হিসেব দিতেই হবে আদালতে।
সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন শান্তি প্রসাদ সিনহা৷ কিন্তু, মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী ৩০ মার্চের মধ্যে তাঁকে সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ এদিন ডিভিশন বেঞ্চ সেই সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে দেয়। একইসঙ্গে উপদেষ্টাকে মুখ বন্ধ খামে সম্পত্তির হিসেব জমা দেওয়ার সুযোগ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে এসএসসি র বেয়াইনি শিক্ষক নিয়োগ মামলায় আরও বিড়ম্বনায় প্রাক্তন উপদেষ্টা।
এসএসসি এসএলএসটি নিয়োগ দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, প্যানেলের পিছনের দিকে থাকা প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ যোগ্য প্রার্থীরা চাকরি পাননি। এসএলএসটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, দুর্নীতির শিকড় অনেক গভীরে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>