কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এই ‘মেলা’, সুযোগ পাবেন পঞ্চম শ্রেণি উত্তীর্ণরা

কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এই ‘মেলা’, সুযোগ পাবেন পঞ্চম শ্রেণি উত্তীর্ণরা

কলকাতা: সারা ভারতব্যাপী আগামী ২১ এপ্রিল  সকাল ৯টা থাকে বিকাল ৫টা পর্যন্ত ‘শিক্ষনশিক্ষা মেলা’ শুরু হতে চলেছে। যার দরুন পঞ্চম শ্রেণি পাস থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, দক্ষতা প্রশিক্ষণ শংসাপত্র ধারক, ডিপ্লোমা হোল্ডার এবং ITI এর ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। সমস্ত রাজ্য মিলিয়ে মোট ৭০০টি কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এক লক্ষের অধিক শিক্ষানবিশ নিয়োগের সুযোগ থাকবে এই মেলায়।

কর্মহীন বেকার যুবক যুবতিদের কাছে এই মেলা নতুন দরজা খুলে দিতে পারে বলে দাবিও করা হয়েছে৷ যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীও কাজের সুযোগ পেতে পারবেন। ITI ডিগ্রিধারী প্রার্থীদের জন্যেও এই মেলা সূবর্ণ সুযোগ। সদক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনুষ্ঠানটি সারা দেশে ৪০০টিরও বেশি সংস্থার অংশগ্রহণ করবে৷ যারা বিদ্যুৎ, খুচরা, টেলিকম, আইটি বা আইটিইএস, ইলেকট্রনিক্স, স্বনির্ভর এবং আরও বেশ কিছু গোষ্ঠী অংশ নেবে৷’

এই মেলায় অংশ নিতে অবশ্যই যে ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে সেগুলির একটি তালিকা দেওয়া হল-

১. বায়োডেটা তিনটি কপি
২. শেষ পাওয়া ডিগ্রি সহ সমস্ত মার্কশিট এবং শংসাপত্রের তিনটি কপি,
৩. ফটো আইডি (আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
৪. পাসপোর্ট আকারের ছবি তিন কপি
প্রতি প্রার্থীকে নিয়ে যেতে হবে, অবশ্যই অরিজিনাল সঙ্গে রাখতে হবে।

স্কিল ইন্ডিয়া এবং ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং-এর সহযোগিতায় এই মেলা আয়োজন করা হচ্ছে। যার লক্ষ্য এক লাখেরও বেশি শিক্ষানবিশ নিয়োগে সহায়তা করা এবং সঠিক মেধাকে কাজে লাগাতে নিয়োগকারীদের সহায়তা করা এবং প্রশিক্ষণের মাধ্যমে এটিকে আরও বিকাশ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + ten =