স্বাস্থ্যে সাড়ে ১১ হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য, জারি নির্দেশিকা

স্বাস্থ্যে সাড়ে ১১ হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য, জারি নির্দেশিকা

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে তৎপর রাজ্য সরকার৷ ব্লক থেকে শহর, প্রাথমিক স্তরেও সর্বত্র উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বড় ঘোষণা করল স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্য পরিষেবায় ১১ হাজারেরও বেশি পদে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের নির্দেশিকা জারি করা হল৷

আরও পড়ুন- নিয়োগ চাই-ই চাই! চলতি সপ্তাহেই বিশাল প্রতিবাদ মিছিলের ডাক ঐক্যমঞ্চের

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা মোতাবেক, পঞ্চদশ অর্থ কমিশনে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে। মোট ১১ হাজার ৫২১টি পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। শুধু চিকিৎসক বা নার্স পদেই নয়, নিয়োগ হবে মহামারি বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী পদেও৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্তরে ১,৭১০ জন, শহরতলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭,৪৩৫ জন, শহরতলির পলিক্লিনিকে ২,৩৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। তবে কোন কেন্দ্রে কোন পদে কত জন, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা৷ 

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১১ হাজার ৫২১ জনের মধ্যে চিকিৎসকদের জন্য রয়েছে রয়েছে ২,৬৭৫টি পদ। নার্সের পদ ১,৭৮৪টি৷ পাশাপাশি মহামারি বিশেষজ্ঞের পদে নিয়োগ করা হবে ৩৪২ জন, ল্যাব টেকনিশিয়ান পদে ৬৮৪ জন, করণিক পদে ৩২৭১ জন, সাফাই কর্মী পদে ২৯৭ জন৷ এছাড়াও ব্লক ডেটা ম্যানেজার, এএনএম কর্মী, কাউন্সেলর-সহ অন্যান্য পদেও বেশ কিছু  নিয়োগ হবে। 

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়, স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় ১২ হাজার পদ নিয়োগ করা হবে৷ এর পরেই বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের বেঁধে দেওয়া রেটেই এই সকল  পদে নিযুক্ত কর্মীরা বেতন পাবেন। 

রাজ্যের প্রতিটি স্তরে ক্রমেই নন-কমিউনিকেবল ডিজিজের চিকিৎসার উপর জোর দেওয়া হচ্ছে। গুরুত্ব বাড়ছে টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থাতেও। সেই সকল দিকগুলি সুষ্ঠভাবে পরিচালনা করতে ব্লক স্তর, শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পলিক্লিনিকে কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে৷ সেই কারণেই এই নিয়োগ পরিকল্পনা বলে সরকারি সূত্রের খবর।