কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগের ঘোষণা৷ ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ৷ দ্রুত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ শূন্যপদ, পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে৷
আরও পড়ুন- রেলভবন অভিযান করেও লাভ হয়নি, সেন্টার সমস্যা মেটাতে বড় পদক্ষেপ চাকরিপ্রার্থীদের
বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, খুব শীঘ্রই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷ খুব শীঘ্রই জানানো হবে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের তারিখ, লিখিত পরীক্ষা, কাউন্সেলিং-এর তারিখ, কী ভাবে পরীক্ষা হবে, কত শূন্যপদ রয়েছে, বিস্তারিত ভাবে তা জানানো হবে৷ সেই সঙ্গে বলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ ৬ বছর পর শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন৷
শিক্ষক নিয়োগ নিয়ে গুচ্ছ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ, একাধিক উচ্চপদস্থ ব্যক্তির নাম জড়ানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ যার জেরে দীর্ঘদিন থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ ২০১৬ সালের পর ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তিনি এসএসসি’কে নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশ মেনেই কিছুক্ষণের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে৷ তবে এখনই উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ হচ্ছে না৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ করা হবে৷ বহু চাকরি প্রার্থীর কাছে যা স্বস্তির খবর৷ দীর্ঘ দিন ধরেই নিয়োগের দাবিতে, আন্দোলন করছিলেন চাকরিপ্রার্থীরা৷ বহু বছর পরীক্ষা না হওয়ায় অনেকেই আবার বয়সের সীমার দোরগোড়ায় চলে এসেছেন৷ সেই জায়গা থেকে কিছুটা হলেও ক্ষতে প্রলেপ পড়ল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>