স্বচ্ছ নিয়োগের দাবিতে ফের আন্দোলন শহরে, সাময়িক উত্তপ্ত রাজপথ

স্বচ্ছ নিয়োগের দাবিতে ফের আন্দোলন শহরে, সাময়িক উত্তপ্ত রাজপথ

কলকাতা: আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে আজ শহরে আন্দোলন কর্মসূচি করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের পক্ষ থেকে আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সুলগ্না পাল। তাদের বক্তব্য, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে সাফল্য আসবে। সেই প্রেক্ষিতেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে। সারা রাজ্যের বিদ্যালয়গুলি চরমভাবে শিক্ষক হীনতায় ভুগছে আর হবু শিক্ষকেরা বছরের পর বছর রাস্তায় অন্য হয়ে ঘুরছে। নিয়োগ নেই। পরীক্ষার ৮ বছর পরেও নিয়োগ হলো না। এ কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই বলেই ক্ষোভ উগড়ে দেন তারা।

আরও পড়ুন- রেলভবন অভিযান করেও লাভ হয়নি, সেন্টার সমস্যা মেটাতে বড় পদক্ষেপ চাকরিপ্রার্থীদের

তবে আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক উত্তাল হয় সল্টলেক। কারণ প্রথমেই আন্দোলনকারীদের মিছিল আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তারপর পাঁচজনের এক প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান জানিয়েছেন, ‘এই বিষয়ের মামলা আদালতে বিচারাধীন থাকায় আমরা নিয়োগ করতে পারছি না।’ তবে আন্দোলনের মঞ্চ থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যতক্ষণ না নিয়োগ হবে ততক্ষণ এই আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।

যদিও কিছুদিন আগে ৫ হাজার ২৬১ টি এসএসসি পদে চাকরির ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, শারীর শিক্ষা এবং কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে পোস্ট তৈরি করা হয়েছে। শারীর শিক্ষার জন্য ৮৫০ পদ এবং কর্ম শিক্ষার জন্য ৭৫০ পদ তৈরি করা হয়েছে। এই নিয়োগ যে আগামী কয়েক দিনের মধ্যেই দ্রুততার সঙ্গে হবে তাও নিশ্চিত করে দেন তিনি এবং এও আশ্বাস দিয়ে বলেন যে, তিনি মনে করেন যারা চাকরির জন্য রাস্তায় বসে আন্দোলন করছেন তারাও এই ঘোষণার প্রেক্ষিতে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =