একাধিক ব্যাংকে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, রইল যাবতীয় তথ্য

একাধিক ব্যাংকে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, রইল যাবতীয় তথ্য

bad0e917acf59f3c1b8a549363f93612

যারা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য রইল সুখবর। জানা যাচ্ছে আইবিপিএস (IBPS)-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চলতি বছরেই ৮ হাজার ১০৬ জন কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে এই রাজ্যের হাওড়া, মুর্শিদাবাদ এবং কোচবিহারের কিছু ব্যাংকের শূন্যপদ রয়েছে বলেও খবর। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর তাতেই জানানো হয়েছে আগামী ২৭ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। তার আগে জেনে নিন কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল-২ জেনারেল ব্যাংকিং অফিসার (ম্যানেজার), অফিসার স্কেল – ২ স্পেশ্যালিস্ট অফিসার্স (ম্যানেজার), অফিসার স্কেল – ৩(সিনিয়র ম্যানেজার) পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি:
https://ibps.in- এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ জুন, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগামী ২৭ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

  • ন্যূনতম স্নাতক হলে উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করা যাবে।
  • আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানতেই হবে।
  • কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদনের ফি:
অফিসার (স্কেল ১, ২ ও ৩) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে আবেদনকারী তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ব্যাংকে ১৭৫ টাকা জমা দিতে হবে। সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি ৮৫০ টাকা।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *