এক মাসের মধ্যেই শুরু রেজিস্ট্রেশন, ‘অগ্নিপথ’ নিয়ে বিজ্ঞপ্তি জারি

এক মাসের মধ্যেই শুরু রেজিস্ট্রেশন, ‘অগ্নিপথ’ নিয়ে বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা নয়া প্রকল্প ‘অগ্নিপথ’ নিয়ে যতই দেশ উত্তাল হোক, সিদ্ধান্ত থেকে পিছু তারা হটবে না এটা স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। খোদ তিন বাহিনীর সেনাপ্রধানরা বার্তা দিয়ে জানিয়েছেন যে এই প্রকল্প প্রত্যাহার হবে না। বিভিন্ন রাজ্যে কিছু কোনও ভাবেই উত্তেজনা কমেনি এই প্রকল্পের বিরোধিতায়। তবে এই আবহেই ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল ভারতীয় সেনা। আগামী মাস থেকে শুরু নিয়োগ।

আরও পড়ুন: বিতর্কের মাঝেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি বায়ুসেনার

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, আগামী মাস অর্থাৎ জুলাই থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এই প্রকল্পে। সেই সময় joinindianarmy.nic.in-তে গিয়ে নথিভুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থীরা। দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই এই প্রকল্পে নাম লেখানো হবে এবং পুরুষ, মহিলা সকলেই পারবেন ‘অগ্নিবীর’ হতে। তবে এই প্রকল্পের জন্য নির্ধারিত বয়স সীমা ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর। যদিও সেনার তরফ থেকে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশী গুরুত্বপূর্ণ হল পুলিশি যাচাই। সেক্ষেত্রে যারা এই প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোনও ভাবেই এই নিয়োগে সামিল হতে পারবেন না।  

চার বছরের এই চাকরিতে ‘অল ইন্ডিয়া, অল ক্লাস’-র ভিত্তিতে নিয়োগের সুযোগ থাকবে। নিয়োগের পর চার বছরের মধ্যে কোনও অগ্নিবীর শহিদ হলে তাঁর পরিবার ১ কোটি টাকা পাবেন। আগেই ভারতীয় বায়ুসেনা প্রকল্পের নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে একদিকে যেমন আবেদনকারীর বয়স, যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, তেমনই জানানো হয়েছে বায়ুসেনার অগ্নিবীরদের বেতন কত হবে এবং কর্তব্যরত অবস্থায় তারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছেন। ওয়েবসাইটের ঠিকানা- https://indianairforce.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *