কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর প্রাথমিক-উচ্চ প্রাথমিকে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৮ বছর পর শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫ জনকে। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। তাহলে কোন কোন নথি নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের? জেনে নেওয়া যাক।
আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট
শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। নোটিশ বেরনোর কিছু পর থেকেই চাকরিপ্রার্থীরা কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। এই লেটার পাওয়ার পর ৭ দিন সময় দেওয়া হবে কারণ প্রস্তুতি নিয়ে আসতে সময় লাগবে প্রার্থীদের। তাই একেবারে ২১ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। তাহলে কী কী নথি লাগবে? কমিশনের তরফে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের যাবতীয় নথি, শংসাপত্র, মার্কশিটের ফোটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। এছাড়া এসএসসির ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের চিঠি ডাউনলোড করতে পারবেন।
এদিকে ইতিমধ্যেই ‘ভুয়ো’ শিক্ষকদের একটি তালিকা তৈরি করেছে এসএসসি। নবম-দশম স্তরে অন্তত ১৮৩ জনকে চিহ্নিত করেছে তারা এবং ইতিমধ্যে ২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদে বেআইনি নিয়োগপ্রাপ্তদের সংখ্যা আপাতত সবথেকে বেশি। এছাড়াও কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো একাধিক রাজ্যে অনৈতিক নিয়োগ হয়েছে। বাদ যায়নি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িও।