গুগলে এবছর এদেশে বিনোদন জগতে সবথেকে বেশি যাঁকে খোঁজা হয়েছে তিনি প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। মালয়ালম রোমান্টিক-কমেডি ছবি ওরু আদার লাভ-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়ার চোখের ইশারা মাত করে দিয়েছিল গোটা দেশ। গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে দেওয়া হয় গানটি। এরপর সেই চোখের ইশারা ভাইরাল হয় অনলাইনে। রীতিমতো তারকা হয়ে যান প্রিয়া। তাঁকে নিয়ে ফিল্ম তৈরির ভাবনাচিন্তা শুরু হয় নির্মাতাদের মধ্যে। গানটি নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলাও হয় প্রিয়ার বিরুদ্ধে। গুগলের তালিকায় প্রিয়ার পরেই আছেন সদ্য বিবাহিত মার্কিন গায়ক নিক জোনাস। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বলতে গেলে বছরভর নেটদুনিয়ায় চর্চার মধ্যে ছিলেন তিনি। এরপর আছেন যথাক্রমে স্বপ্না চৌধুরী, প্রিয়াঙ্কা চোপড়া, আনন্দ আহুজা, সারা আলি খান, সালমান খান, মেগান মার্কেল, অনুপ জালোটা ও বনি কাপুর।
শীর্ষে প্রিয়া প্রকাশ, এবার সাফল্য Google-এ
গুগলে এবছর এদেশে বিনোদন জগতে সবথেকে বেশি যাঁকে খোঁজা হয়েছে তিনি প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। মালয়ালম রোমান্টিক-কমেডি ছবি ওরু আদার লাভ-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়ার চোখের ইশারা মাত করে দিয়েছিল গোটা দেশ। গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে দেওয়া হয় গানটি। এরপর সেই চোখের ইশারা ভাইরাল হয় অনলাইনে। রীতিমতো তারকা হয়ে যান প্রিয়া। তাঁকে নিয়ে ফিল্ম