মুম্বই: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল রিমা দাস পরিচালিত ভিলেজ রকস্টারস। এবছর বিদেশী ভাষা বিভাগে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল এই ছবি। সোমবার অস্কারের ওয়েবসাইটে বিদেশীভাষা বিভাগে এবারের জন্য মনোনীত ৯টি ছবির তালিকা প্রকাশ পায়। তারমধ্যে নেই অসমিয়া ভাষার ভিলেজ রকস্টারস। এর আগে ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল মাদার ইন্ডিয়া, সালাম বম্বে, লাগন এর মতো সিনেমা। বিদেশীভাষা বিভাগে যে ছবিগুলি মনোনয়ন পেয়েছে তা হল Birds of Passage(Colombia), The Guilty(Denmark), Never Look Away(Germany), Shoplifters(Japan), Ayka(Kazakhstan), Capernaum(Lebanon), Roma(Mexico), Cold War(Poland) এবং Burning(South Korea).
অস্কারের দৌড় স্বপ্নভঙ্গ ‘ভিলেজ রকস্টারস’-এর
মুম্বই: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল রিমা দাস পরিচালিত ভিলেজ রকস্টারস। এবছর বিদেশী ভাষা বিভাগে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল এই ছবি। সোমবার অস্কারের ওয়েবসাইটে বিদেশীভাষা বিভাগে এবারের জন্য মনোনীত ৯টি ছবির তালিকা প্রকাশ পায়। তারমধ্যে নেই অসমিয়া ভাষার ভিলেজ রকস্টারস। এর আগে ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল মাদার ইন্ডিয়া, সালাম বম্বে, লাগন এর