করাচি: দেশভাগের আগে নির্মিত ২৫টি ভবন কিনে নিতে চলেছে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসন। এর মধ্যে ভারতীয় চলচ্চিত্র জগতের দুই স্বনামধন্য অভিনেতা রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক বাড়িও রয়েছে। ইতিমধ্যেই ওই দু’টি বাড়িকেই জাতীয় স্মারকের মর্যাদা দিয়েছে পাক সরকার। কিসা খোয়ানি বাজার এলাকায় অবস্থিত কাপুর হাভেলিতেই জন্মেছিলেন রাজ কাপুর। দেশভাগের আগে ১৯১৮ থেকে ১৯২২ সালের মাঝামাঝি সময়ে বাড়িটি তৈরি করেছিলেন রাজ কাপুরের পিতামহ দিওয়ান বশেশ্বরনাথ কাপুর। অন্যদিকে, ওই একই এলাকায় থাকা দিলীপ কুমারের একশো বছরের পুরনো বাড়িটিকেও একইভাবে অধিগ্রহণ করতে চলেছে স্থানীয় প্রশাসন। বিষয়টির সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, বাড়িগুলিকে কেনার জন্য ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি আর্থিক বছরের মধ্যে বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য পুরাতত্ত্ব বিভাগকে আলাদা করে ৭০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পরই বাড়িগুলিকে কেনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।
রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক বাড়ি কিনবে পাক প্রশাসন
করাচি: দেশভাগের আগে নির্মিত ২৫টি ভবন কিনে নিতে চলেছে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসন। এর মধ্যে ভারতীয় চলচ্চিত্র জগতের দুই স্বনামধন্য অভিনেতা রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক বাড়িও রয়েছে। ইতিমধ্যেই ওই দু’টি বাড়িকেই জাতীয় স্মারকের মর্যাদা দিয়েছে পাক সরকার। কিসা খোয়ানি বাজার এলাকায় অবস্থিত কাপুর হাভেলিতেই জন্মেছিলেন রাজ কাপুর। দেশভাগের আগে ১৯১৮ থেকে ১৯২২ সালের