কলকাতা: আগামী ২৯ ডিসেম্বর থেকে নয়া নিয়ম আসতে চলেছিল দেশজুড়ে। সেক্ষেত্রে আশঙ্কা ছিল, বন্ধ হয়ে যেতে পারে পছন্দের চ্যানেল। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই জানিয়ে দিল, নয়া নিয়মের ক্ষেত্রে তারা আপাতত ২৯ ডিসেম্বরের সময়সীমা রাখছে না। ফলে ২৯ তারিখ থেকে চ্যানেল বন্ধ হওয়ার কোনও আশঙ্কা রইল না। যাঁরা যেভাবে টিভি দেখতেন, সেই চ্যানেলগুলির সম্প্রচারে কোনও বিঘ্ন হবে না, একথা জানিয়ে ট্রাই বলেছে, এই বিষয়ে তারা নির্দেশ দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ, কেবল সংস্থা এবং অপারেটরদের। টিভি দেখার খরচ সংক্রান্ত নয়া নিয়ম চালু করার বিষয়ে মাসখানেক আগে আসরে নামে ট্রাই। তারা চ্যানেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কেবল সংস্থাগুলিকে জানিয়ে দেয়, নতুন নিয়ম চালু করতে হবে, যেখানে দর্শক তাঁর পছন্দ মতো চ্যানেল দেখবেন এবং তার জন্যই পয়সা দেবেন। সেই নিয়মের সময়সীমা বেঁধে দেওয়া হয় ২৯ ডিসেম্বর। বিষয়টি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয় কেবল শিল্পে। কারণ, এত অল্প সময়ের মধ্যে কী করে সেই পরিকাঠামো গড়া সম্ভব এবং গ্রাহকদেরই বা কীভাবে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়েন কেবল কারবারিরা।
কেবলে নতুন নিয়ম আপাতত চালু হচ্ছে না: ট্রাই
কলকাতা: আগামী ২৯ ডিসেম্বর থেকে নয়া নিয়ম আসতে চলেছিল দেশজুড়ে। সেক্ষেত্রে আশঙ্কা ছিল, বন্ধ হয়ে যেতে পারে পছন্দের চ্যানেল। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই জানিয়ে দিল, নয়া নিয়মের ক্ষেত্রে তারা আপাতত ২৯ ডিসেম্বরের সময়সীমা রাখছে না। ফলে ২৯ তারিখ থেকে চ্যানেল বন্ধ হওয়ার কোনও আশঙ্কা রইল না। যাঁরা যেভাবে টিভি দেখতেন, সেই চ্যানেলগুলির