নয়াদিল্লি: কেন ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র ট্রেলার খুঁজে পাওয়া যাচ্ছে না? ইউটিউব কর্তৃপক্ষের কাছে টুইট করে জানতে চাইলেন বলিউড অভিনেতা অনুপম খের।
টুইটে তিনি লেখেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিষয়টি তাঁকে জানিয়েছেন। যখনই ইউটিউবে ‘ট্রেলার অফ অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ লিখে সার্চ করা হচ্ছে, তখনই তাঁর নিজের বিভিন্ন ইন্টারভিউ সামনে চলে আসছে। কিংবা সার্চ তালিকার ফলাফলের ৫০ নম্বরে দেখাচ্ছে ট্রেলারটি। অথচ, ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ট্রেলার’। স্বাভাবিকভাবেই আসলে ট্রেলারটি দেখতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে দর্শকদের। এমনকী ‘অক্সিডেন্টাল প্রাইম মনিস্টার অফিশিয়াল ট্রেলার’ লিখে খুঁজতে গেলেও একই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি খাতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি।
Dear @YouTube!!! I am getting messages & calls that in parts of our country if you type, trailer of #TheAccidentalPrimeMinister, it is either not appearing or at 50th position. We were trending at No.1 yday. Please help. #HappyNewYear. #37millionviews ?https://t.co/TUu4AtaRzk pic.twitter.com/KhoZJuxmmu
— Anupam Kher (@AnupamPKher) January 1, 2019