ঋতুস্রাবের ছুতমার্গ উড়িয়ে অস্কার মঞ্চে নিঃশব্দ বিপ্লব ভারতের

নয়াদিল্লি: ভারতের পটভূমিকায় ঋতুকাল নিয়ে তৈরি তথ্যচিত্র জিতে নিল অস্কার। নাম পিরিয়ড এন্ড অফ সাইলেন্স। স্বল্পদৈর্ঘের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার জিতেছে এই তথ্যচিত্রটি। পরিচালক রায়কা জেহরাবচি। দিল্লির হাপুরে মহিলাদের নিঃশব্দ বিপ্লব নিয়ে তথ্যচিত্র। ঋতু নিয়ে বহুদিনের সংস্কারের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের কাহিনি। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’ ও ‘আ নাইট অ্যাট দ্য গার্ডেন’র

ঋতুস্রাবের ছুতমার্গ উড়িয়ে অস্কার মঞ্চে নিঃশব্দ বিপ্লব ভারতের

নয়াদিল্লি: ভারতের পটভূমিকায় ঋতুকাল নিয়ে তৈরি তথ্যচিত্র জিতে নিল অস্কার। নাম পিরিয়ড এন্ড অফ সাইলেন্স। স্বল্পদৈর্ঘের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার জিতেছে এই তথ্যচিত্রটি। পরিচালক রায়কা জেহরাবচি। দিল্লির হাপুরে মহিলাদের নিঃশব্দ বিপ্লব নিয়ে তথ্যচিত্র। ঋতু নিয়ে বহুদিনের সংস্কারের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের কাহিনি।

ঋতুস্রাবের ছুতমার্গ উড়িয়ে অস্কার মঞ্চে নিঃশব্দ বিপ্লব ভারতেরএই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’ ও ‘আ নাইট অ্যাট দ্য গার্ডেন’র মতো ছবি। তবে অস্কার জেতে ‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স।’ যেখানে দেখা গিয়েছে ভারতের প্রকৃত ‘প্যাড ম্যান’ অরুণাচলম মুরুগানাথনকে। এই বিরাট প্রাপ্তির পর ছবির এগজিকিউটিভ প্রোডিউসার গুনিত মোঙ্গা টুইটারে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দীর্ঘদিন এঁদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কোনও সুযোগ তাঁদের নেই। ফলে বংশ পরম্পরায় স্বাস্থ্যহানির পাশাপাশি ছেদ পড়ত পড়াশোনায়। গ্রামে স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসার পর মেযেরা নিজারাই ন্যাপকিন তৈরি করা শিখে নিয়েছেন। তাদের ব্র্যান্ডের নাম ফ্লাই। এর আগে বলিউডে প্যাডম্যান নামে ফিল্ম বানিয়েছিলেন অক্ষয়কুমার।

এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য এ আর রহমানের পাশাপাশি পুরস্কৃত হয়েছিল রাহুল পুকুট্টি। তথ্যচিত্রের প্রযোজক ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার শিখ্যা এন্টারটেনমেন্ট। লস অ্যাঞ্জলেসের ওকউড স্কুলের শিক্ষিকা মেলিসা বার্টনের প্যাড প্রজেক্টের অংশ এটি। জেহরাবিচ বলেন, ঋতু নিয়ে তৈরি একটি তথ্যচিত্র পুরস্কৃত হবে তিনি ভাবতেও পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =