সিনেমার অভাবে বন্ধ হচ্ছে হলের দরজা

নতুন ছবি নেই। যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো চলে না। তাই ছবির সঙ্কটে বন্ধ রাখা হয়েছে ঢাকার অভিজাত দুই হল মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে ঈদের আগে আবার চালু হবে হল দুটি। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো প্রদর্শণ করা হবে হল দুটিতে। ঢাকার এই দুটি হলই নয়, গত শুক্রবার থেকে উপ-শহর, উপজেলা আর বিভাগীয় শহরের

সিনেমার অভাবে বন্ধ হচ্ছে হলের দরজা

নতুন ছবি নেই। যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলো চলে না। তাই ছবির সঙ্কটে বন্ধ রাখা হয়েছে ঢাকার অভিজাত দুই হল মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে ঈদের আগে আবার চালু হবে হল দুটি। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো প্রদর্শণ করা হবে হল দুটিতে।

ঢাকার এই দুটি হলই নয়, গত শুক্রবার থেকে উপ-শহর, উপজেলা আর বিভাগীয় শহরের প্রায় শতাধিক হলও বন্ধ হয়ে গিয়েছে। গত দেড় মাসের লোকসান থেকে বাঁচতেই হল বন্ধের এমন সিদ্ধান্ত। এদিকে চলতি বছরে ছবি মুক্তির সংখ্যাও অনেক কম। আর যেগুলোও মুক্তি পেয়েছে সেগুলোতেও নেই কোন ব্যবসা। শুক্রবার থেকেই দেশের শতাধিক হলে তালা দিয়েছে হল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =