সকালে অভিনয়, রাতে চালান অটো, অভিনেত্রীর সঙ্গে আলাপ করালেন অভিনেতা

মুম্বই: আসলে, যারা রাধেন, চুল বাধার কৌশলও তাঁদের জানাই। সকালে ক্যামেরার সামনে, রাতে অটো চালক৷ রোজ এভাবেই কাটে একজন অভিনেত্রীর জীবন। শুনতে অবাক লাগলেও মহারাষ্ট্রের একজন অভিনেত্রীর রোজনামচা এটাই। সম্প্রতি বলিউড অভিনেতা বোমান ইরানী এই মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর অটোতেই চড়েছিলেন। লক্ষ্মী পেশায় যেমন অভিনেত্রী, তেমনই পেশাদার অটোচালকও। বলিউড অভিনেতা বোমান ইরানীর কথায় এই

সকালে অভিনয়, রাতে চালান অটো,  অভিনেত্রীর সঙ্গে আলাপ করালেন অভিনেতা

মুম্বই: আসলে, যারা রাধেন, চুল বাধার কৌশলও তাঁদের জানাই। সকালে ক্যামেরার সামনে, রাতে অটো চালক৷ রোজ এভাবেই কাটে একজন অভিনেত্রীর জীবন। শুনতে অবাক লাগলেও মহারাষ্ট্রের একজন অভিনেত্রীর রোজনামচা এটাই।

সম্প্রতি বলিউড অভিনেতা বোমান ইরানী এই মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর অটোতেই চড়েছিলেন। লক্ষ্মী পেশায় যেমন অভিনেত্রী, তেমনই পেশাদার অটোচালকও। বলিউড অভিনেতা বোমান ইরানীর কথায় এই মেয়ে সত্যিকারের নায়ক একজন! ৫৯ বছর বয়সী অভিনেতা বোমান ইরানী বৃহস্পতিবার রাতে লক্ষ্মীকে দেখতে পান যখন লক্ষ্মী অটো চালাচ্ছিলেন। বোমান লক্ষ্মীর সঙ্গে অটোর মধ্যেই একটি ভিডিও শ্যুট করেন। ঘটনাটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন। পাশাপাশি লক্ষ্মীর জীবনের অনুপ্রেরণামূলক গল্পও শেয়ার করেছেন বোমান। কীভাবে মারাঠি ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি অটোরিকশাও চালাচ্ছেন লক্ষ্মী সেই কথাই জানিয়েছেন অভিনেতা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বোমান ইরানী লক্ষ্মীর চালকের আসনের পাশেই বসে আছেন। বোমন ভিডিওর ক্যাপশন লিখেছেন, “এই বিস্ময়কর সুপারলেডি লক্ষ্মীকে দেখুন। লক্ষ্মী মারাঠি ধারাবাহিকে অভিনয় করেন, এবং এর সাথে সাথেই অটোরিকশাও চালান। রিয়েল লাইফ হিরো হলেন লক্ষ্মী। আশা করি আপনিও লক্ষ্মীর রিকশাতে সফর করার সুযোগ পাবেন। এই উদাহরণগুলিই প্রকৃত শক্তির উৎস। তোমাকে নিয়ে খুব গর্বিত লক্ষ্মী। অনেক অনেক শুভকামনা তোমাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =