মুম্বই: আরও একবার সেন্সর বোর্ডের কোপের মুখে বলিউড। ‘দে দে পেয়ার দে’ ছবির একটি গান ‘ভাদ্দি শারাবান’-এর ভিডিওর দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। বহু বিতর্ক, বহু লেখালেখির পরেও সেন্সর বোর্ড আছে সেন্সর বোর্ডেই।
এই গানের ভিডিওতে সুরাপাত্র হাতে নিয়ে রকুলপ্রীতের একটি নাচের দৃশ্য ছিল। আর তাতেই সাংস্কৃতিক সংকট শুরু হয়েছে বলে মনে করছে সেন্সর বোর্ড। যদিও সেন্সর বোর্ডের তরফ থেকে কিছু শোনা যায়নি। সুরাপাত্রর বদলে সেন্সর বোর্ড সেখানে এক গুচ্ছ ফুল রাখার পক্ষপাতী।
শুধু তাই নয়, আরও কিছু সংলাপ পরিবর্তন তো হয়েইছে, তার সঙ্গে কিছু দৃশ্যতেও কাট-ছাঁট করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, নেশার দ্রব্য হাতে পর্দায় কাউকে দেখা যাবে না। নির্দেশাবলিতে লেখা হয়েছে এই নির্দেশ ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল (FCAT) দ্বারা জারি করা হয়েছে।
জানা দরকার, একটি ছবি প্রথমে সিবিএফসির এগজামিন কমিটি দেখে। যদি নির্মাতার মনে হয়, এগজামিন কমিটির নির্দেশে তিনি খুশি নন তাহলে রিভাইসিং কমিটিতে যেতে পারেন। যদি সেখানেও সমস্যা থাকে তাহলে শেষ উপায় হল ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল।