নয়া অবতারে হাজির দীপিকা

মুম্বই : প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চমক দিলেন বলিউড ডিভা দীপিকা। কান চলচিত্র উৎসবের দ্বিতীয় রেড কার্পেটে নয়া অবতারে হাজির হলেন তিনি। লাইম গ্রিন সুপার ফ্যান্সি ড্রেসে মোহময়ী রূপে দীপিকা পাডুকোন ধরা দিয়েছেন ফোটগ্রাফারদের ক্যামেরায়। পরনে লাইম গ্রিন রঙের নেটের গাউন সঙ্গে গোলাপি হেয়ার ব্যান্ড, যেটা দেখতে অনেকটা পাগড়ির মত। গিয়ামবাতিস্তা ভাল্লির তৈরি এই

নয়া অবতারে হাজির দীপিকা

মুম্বই : প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চমক দিলেন বলিউড ডিভা দীপিকা। কান চলচিত্র উৎসবের দ্বিতীয় রেড কার্পেটে নয়া অবতারে হাজির হলেন তিনি।

লাইম গ্রিন সুপার ফ্যান্সি ড্রেসে মোহময়ী রূপে দীপিকা পাডুকোন ধরা দিয়েছেন ফোটগ্রাফারদের ক্যামেরায়। পরনে লাইম গ্রিন রঙের নেটের গাউন সঙ্গে গোলাপি হেয়ার ব্যান্ড, যেটা দেখতে অনেকটা পাগড়ির মত। গিয়ামবাতিস্তা ভাল্লির তৈরি এই পোশাকের সঙ্গে ছিল মানানসই মেকআপ।

নিজের প্রচলিত ছকের বাইরে গিয়ে বিশালাকার এই গাউন যথেস্ট দক্ষতার সঙ্গেই ক্যারি করলেন রণবীরের মস্তানি। সোশাল মিডিয়ায় নিজেই এই পোশাকের কয়েকটি ছবি ও ভিডিও শোয়ার করে নেটিজেনদের যথেষ্ট প্রশংসা পাচ্ছেন দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =