অবশেষে বিয়ের দিনক্ষণ ঘোষণা সলমন খানের

মুম্বই: বলিউডের চিরকুমার সলমন খান৷ কবে বিয়ে করবেন তিনি? অধিকাংশ সময়ই তিনি এড়িয়ে গেছেন বিয়ের বিষয়৷ কিন্তু, এবার দিলেন জবাব৷ হাসি মুখে সন্মতি জানিয়ে বলে ফেললেন, ‘‘আগামী ২৩ মে ঘোষণা করব আমার বিয়ের দিন৷’’ না, এই উক্তি শুনে যদি মনে হয় পরিশেষে মিলল সেই সুখবর, তবে একটু ভুল হবে৷ কারণ তারপরই তিনি বিষয়টি পরিষ্কার করে

অবশেষে বিয়ের দিনক্ষণ ঘোষণা সলমন খানের

মুম্বই: বলিউডের চিরকুমার সলমন খান৷ কবে বিয়ে করবেন তিনি? অধিকাংশ সময়ই তিনি এড়িয়ে গেছেন বিয়ের বিষয়৷ কিন্তু, এবার দিলেন জবাব৷

হাসি মুখে সন্মতি জানিয়ে বলে ফেললেন, ‘‘আগামী ২৩ মে ঘোষণা করব আমার বিয়ের দিন৷’’ না, এই উক্তি শুনে যদি মনে হয় পরিশেষে মিলল সেই সুখবর, তবে একটু ভুল হবে৷ কারণ তারপরই তিনি বিষয়টি পরিষ্কার করে সকলের সামনে তুলেধরেন৷ তার বিয়ে নিয়ে জাতীয় স্তরে ভক্তদের মধ্যে এত চর্চা দেখে মজা করেই এমন মন্তব্য করেন তিনি৷ তার মতে, এবার ২৩ মে কে হবেন দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে অপর একটি কৌতূহলের বিষয় যোগ হল৷ এই মন্তব্য শোনার পর সবাই এবার অপেক্ষায় থাকবে কবে হবে সলমন খানের বিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =